—ইকবাল আজিজ শাহীন
তাঁবেদারি করলে বতস্ব পাবে কিছু সোনা
তাঁবেদারি করতে বল ? কে করছে মানা !
তাঁবেদারি না করলি জুটেনি কোন কাজ
মনে কেন পুষে রেখেছো, এতো সরম লাজ ?
টাকার মহজন আজকে যাঁরা তাঁরাও তাঁবেদার
তাঁবেদারি না করিলে মানতে হবে হার !
আত্ম নির্ভরশীলতা বাড়িয়ে যদি হও আগুয়ান
মনে রেখো এই সবে বাঁচবে তোমার মান ।
তাঁবেদারি যাঁরা করে তাঁদের অনেক গুণ
সব কিছুতে হ্যাঁ হ্যাঁ করে মানবতা আজ খুন !
কে শোনে আজ কার কথা, চাই যে কেবল টাকা
টাকার উপর বসে থেকেও জীবনের অংক ফাঁকা !
আজি কেবল চারিপাশে আছে তাঁবেদার
জেনে শোনে বুঝে সবাই মেনে নিয়েছে হার !
০৩ রা ফেব্রুয়ারী, ২০২২ খ্রী.
মতিঝিল, ঢাকা।