
—এস ডি সুব্রত
ছোট কিংবা বড় লাল অথবা কালো
টিপে লাগে অন্যরকম ভালো
কালো টিপে বিষন্ন গোধূলির ছায়া
কখনো কবির কবিতা হবার বাসনা,
আবার লাল টিপে রাঙ্গা গোধূলির মায়া
জেগে থাকে কপাল জুড়ে
বুকের ভেতর বুনো হাঁসের
ডানা ঝাপটানোর মতো অনুভব
আনমনে খেলা করে ,
সরিষার মাঝে ভুতের বসবাস
টিপ নিয়ে টিপ্পনী নগ্ন হয়রানি
সভ্যতার আলোয় দাঁড়িয়ে দেখি
অসভ্যতার এক নির্মম হাতছানি!
লেখক : কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ।
০১৭১৬৭৩৮৬৮৮ ।