কবিতা: জন্মপরিচয়

একটি শিশু যার জন্মের আগে বাবা
জন্মের পরে মা মারা গেছে
যাকে রাস্তায় কুড়িয়ে পেয়েছে লোকে
গোটা সমাজ ব্যর্থ পরিচয় উদ্ধারে
কি হবে তার জাতীয় পরিচয়পত্রের জন্ম নিবন্ধনের
ঠিকানা বংশ জাতি ধর্ম সব এখন প্রশ্নবোধক?
তবে একটি পরিচয় পাওয়া গেছে সে মানুষ
ভাল মানুষ নাকি মন্দ জারজ সন্তান নয়তো?
সে জলের মতো যে পাত্রে রাখবে
তারই আকার ধারণ করবে
যার কাছে থাকবে
তার বিশ্বাস মেনে ধার্মিক হবে
ঠিকানা বংশ জাতি আশ্রয় দাতার প্রদত্ত
হয়তোবা বাবা-মার নামটিও হতে পারে
জন্মসূত্রে ধর্ম নয় আশ্রয় সূত্রে ধর্ম মিলবে
ধর্মীয় বিশ্বাস শিশু অবস্থায় তার কি মানে আছে।
কি ছিল তার পূর্ব পুরুষের পেশা
তাকে জীবন শুরু করতে হবে
ঠিক পরগাছার মতো
শত প্রশ্নের জালে আবদ্ধ থেকে
ভূমিহীনদের দলের এক নতুন আগন্তুক
সমাজ ব্যবস্থায় বড়ই বেমানান
বাবা-মার ধার করা নাম ঠিকানা না মিললে
আদম হাওয়ার সন্তান পরিচয়ে এগোতে হবে।
জন্ম বিয়ে নাগরিক সেবা রাষ্ট্রের সকল ক্ষেত্রে
সে এক অসহায় উদ্বাস্তু
আবেদন ফরমগুলোতে তার কোনো জায়গা নেই
আদম আর হাওয়ার সন্তান বললেও
আবেদন ফরমটি খালিই থেকে যাবে
কারণ আদম আর হাওয়ার জাতীয় পরিচয়পত্র
বিশ্বের কোনো সার্ভারে নেই।
কবি-মোঃ সালাহ্উদ্দিন হাজরা
প্রতিষ্ঠাতা এডমিন
‘বর্ণমালা সাহিত্য ভুবন (বসাভু) চাঁদপুর’ গ্ৰুপ‌।
মোবাইলঃ ০১৭৮৫৯৯১৫৭৪/০১৮৮৪১৭৩০৩০

ফোকাস মোহনা.কম