কবিতা: গর্ত

ভালো মন্দের কত দিক
হাতছানি দেয় ঠিক,
কেঁপে উঠে পৃথিবীর ভিত
সাপ নাচে শুনে ঋক।
মানুষে মানুষে ভেদাভেদ
সাজসজ্জায় প্রভেদ,
ধুতি আর টুপিতে লড়াই
জয়পরাজয়ে খেদ।
যদিও লোকে ঢাকে সতর
পর্দার প্রতি নেই কদর,
গরীবের ধর্মে বিশ্বাস বেশি
ধনীদের টাকায় জোর‌।
সাপের মতো মানুষ নাচে
টাকা পয়সার মন্ত্রে,
বিশ্বাস নেই কারো প্রতি
বিশ্বাস রাখে যন্ত্রে।
লোকের মাথা ভর্তি বুদ্ধি
লাটিমের মতো ঘুরে
ঘুরে ঘুরে শুধু গর্ত খুঁড়ে
হিটলারের নীতি ধরে‌‌।
গর্ত খুঁড়ে যে অন্যের জন্য
গর্তেই হবে তার বাস,
জীবন প্রদীপ নিভলেই
বুঝবে হবে সর্বনাশ।
কবি মোঃ সালাহ্উদ্দিন হাজরা
প্রতিষ্ঠাতা এডমিন
‘বর্ণমালা সাহিত্য ভুবন (বসাভু) চাঁদপুর’ গ্ৰুপ।
মোবাইলঃ ০১৭৮৫৯৯১৫৭৪/০১৮৮৪১৭৩০৩০

ফোকাস মোহনা.কম