—এস ডি সুব্রত
দশম হিজরি আরাফাত ময়দান
জাবালে রাহমাত-এ একটি ভাষণ,
একটি ভাষণ ছিল অতি মানবীয়
অনুপম অত্যুৎকৃষ্ট অনুসরণীয় ।
ধর্ম নিয়ে বাড়াবাড়িতে ধ্বংস জাতি
নয় একের অপরাধে অন্যের শাস্তি,
পুত্রের অপরাধে পিতাকে নয় যেমন
পিতার অপরাধে পুত্রকে নয় তেমন।
আল্লাহর প্রতি ভয়টা হল শ্রেষ্ঠত্বের
এর চেয়ে নয় কিছু সুমহান মর্যাদার ,
মহানবীর আদর্শ ধারন ও অনুসরণ
একটি ভাষণ আজ বড় প্রয়োজন ।
লেখক: কবি ও প্রাবন্ধিক, সুনামগঞ্জ।
০১৭১৬৭৩৮৬৮৮ ।