কবিতা: ইশারা

কবি-মোঃ সালাহ্উদ্দিন হাজরা

ইশারায় হয় মেঘ বৃষ্টি
স্রষ্টার লীলা খেলা কৃষ্টি,
মাটির ঘরে প্রাণ বন্দী
অনুপম স্রষ্টার সৃষ্টি।
কিছু মানুষ স্রষ্টা হতে চায়
অঙ্গুলির ইশারায়,
পশুর দল ছুটে লুটে
গরিবের ভাগ্য খায়।
ঘৃণার পাহাড় লোকের মনে
দুনিয়া মস্ত বড় ফাঁদ,
খারাপ কাজের ইশারা
চোরাবালির খাদ।
পশু মানুষ হলেই বিপদ
খুলে যাবে জবান,
পাপ কথা বললেই হারাবে
ইশারা দাতা প্রাণ।
সাবধান স্রষ্টা হতে যেও না
পাপের শরীর নিয়ে,
ওটার ভেতর দোজখ আছে
অপেক্ষায় ঘুমিয়ে।
এক ঘাতে খুলবে দোজখের
সকল দরজা,
ভণ্ড প্রতারণার খোলস
সত্য বোঝা হবে সোজা।
প্রতিষ্ঠাতা এডমিন
‘বর্ণমালা সাহিত্য ভুবন (বসাভু)’ গ্ৰুপ
চাঁদপুর সদর, চাঁদপুর
মোবাইলঃ ০১৭৮৫৯৯১৫৭৪/০১৮৮৪১৭৩০৩০

ফোকাস মোহনা.কম