কবি-মোঃ সালাহ্উদ্দিন হাজরা
নিখাদ ভালোবাসা
এটম বোমা থেকেও ভয়ংকর অস্ত্র
সঠিক প্রয়োগে বন্দি হয় মন
সন্ধি হয় দেশ বিদেশে
ভালোবাসা মরণঘাতী অস্ত্র নয়
মন চুরির অস্ত্র
এ অস্ত্র তৈরি হয় দেহ কারখানায়
আবেগ অনুভূতি স্বপ্নের সংমিশ্রণে…
শান্তির স্বপক্ষে থাকা দেশগুলো তৈরি করে
রপ্তানি করে ভালোবাসার অস্ত্র
ক্রেতার বড্ড অভাব
বারুদের গন্ধ শুঁকার জন্য
লাইন ধরে দেশগুলো
লাশের মিছিলে বিজয় খুঁজে
মানুষ শিকারির ঢাল-তলোয়ার
প্রযুক্তি খেয়ে শানিত হচ্ছে…
মানুষের বাঁচার অধিকার
নাগালের বাহিরে চলে যাচ্ছে
হয় মারো নয় মরো
প্রাণ হরণকারী স্লোগান
শুধু খুনির সংখ্যা বাড়াচ্ছে
অস্ত্রাগারগুলো যমদূতের ঠিকানা
প্রাণ বক্ষণ করে
সঠিক পারফরম্যান্স জানান দেয়…
মানব সভ্যতার উন্নতি হয়েছে
পূর্বে পশু শিকার করতো
এখন মানুষ শিকার করে
জাতি ধর্ম বর্ণ গণতন্ত্রের
তকমা গায়ে দিয়ে
ঝাঁপিয়ে পড়ে সভ্যতা উদ্ধারে
আদিম মানুষের রক্ত বেইমানি করে নাই
আমাদেরকে ঠিকই শিকারি বানিয়েছে
বহু বছর পর আমরা পশু শিকারি থেকে
মানুষ শিকারি হতে পেরেছি
সভ্যতার চরম উন্নতির শিখরে উঠে।
প্রতিষ্ঠাতা এডমিন
‘বর্ণমালা সাহিত্য ভুবন (বসাভু)’গ্ৰুপ
মোবাইলঃ ০১৭৮৫৯৯১৫৭৪/০১৮৮৪১৭৩০৩০