চাঁদপুর: বাবা ও মাসহ স্বজনদের কবর জিয়ারতের মধ্য দিয়ে নিজ জন্মস্থান চাঁদপুর সদর উপজেলার রামপুর ইউনিয়ন থেকে নির্বাচনি প্রচারণা শুরু করলেন বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।
মঙ্গলবার (১৯ ডিসেম্বর) দুপুরে প্রথমে তিনি নিজ গ্রাম রাঢ়ীরচর পাটওয়ারী বাড়িতে বাব-মা ও আত্মীয় স্বজনদের কবর জিয়ারতের পর দেবপুর দরবার শরীফের পীরের কবর জিয়ারত, ছোট সুন্দর বাজারে পথসভা, কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে জনসভা, আলগী পাঁচ গাঁও গ্রামে বেশ কয়েকটি উঠোন বৈঠকে বক্তব্য রাখেন।
এসব অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, আমি আপনাদের সন্তান ও বোন। আপনারা ২০০৮ সালে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন। আপনারা ভোট দিয়েছিলেন বলেই ৩৫ বছর পর চাঁদপুরে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছে। সেই নির্বাচনে জয়ী হওয়ার পর থেকে আমার প্রতিশ্রুতি রক্ষা করতে উন্নয়ন কাজগলো করেছি।
বিগত ১৫ বছর আমি চাঁদপুর-৩ নির্বাচনী এলাকায় নিরলসভাবে কাজ করার চেষ্টা করেছি। আগামী ৭ জানুয়ারি আপনাদের মেয়ে, আপনাদের দীপু মনিকে নৌকায় ভোট দিয়ে আবারও সেবা করার সুযোগ করে দিবেন।
শেখ হাসনিার দৃঢ় নেতৃত্বের কথা তুলে ধরে তিনি বলেন, নৌকা মর্যাদার প্রতীক। দেশে যত উন্নত হয়েছে, তা শেখ হাসিনার সঠিক নেতৃত্বের কারণে। তাহলে যে সঠিকভাবে দেশ চালাতে পারে তাকেইতো বারবার দরকার তাই না? আমরা এখন যেমন ভাল আছি, তেমনি আগামীতেও যেন ভাল থাকি। জ্বালাও পোড়াও বিশ্বাস করি না, অশ্বান্তি চাই না, আমরা শান্তিতে থাকতে চাই। আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য শেখ হাসিনার সরকার বারবার দরকার।
উন্নয়নের সম্পর্কে তিনি বলেন, আমি নির্বাচিত হওয়ার পর চাঁদপুরবাসীর কষ্ট লাগবে নদী ভাঙনরোধে স্থায়ী বাঁধের ব্যবস্থা করেছি। চাঁদপুর-হাইমচর এলাকায় শিক্ষার মানন্নোয়নে শত শত শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন হয়েছে। যোগাযোগ ব্যবস্থা উন্নয়ন ও শতভাগ বিদ্যুতায়ন হয়েছে।
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, অ্যাডভোকেট মুজিবুর রহমান ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট রনজিত রায় চৌধুরী, সদর উপজেলা আওয়ামী লীগ সভপতি নুরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক আলী এরশ্বাদ মিয়াজী, জেলা আওয়ামী লীগ সদস্য আইয়ুব আলী বেপারী, বাংলাদেশ যুবলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য জাফর ইকবাল মুন্না, জেলা কৃষক লীগের আহবায়ক আব্দুল আজিজ খান বাদল, সদস্য সচিব আব্দুল হান্নান সবুজ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মির্জা শহীদুুল ইসলাম, সাধারণ সম্পাদক আল মামুন লিটু, সহ সভাপতি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আল মামুন পাটওয়ারী, ইউনিয়ন যুব লীগ সভাপতি আহসান হাবীব পাটওয়ারী, সাধারণ সম্পাদক মহসীন খান, মহিলা আওয়ামী লীগ সভাপতি সেলিনা বেগম, সাধারণ সম্পাদক জুলেখা বেগম, স্বেচ্ছাসেবক লীগ আহবায়ক মমিন উদ্দিন পাটওয়ারী ও যুগ্ম আহবায়ক ইসলাম এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/