কন্দাল ফসল উন্নয়নে মতলবে কৃষি মেলা

চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে কন্দাল (আলু, মিষ্টি আলু, কচু, মেটে আলু, কাসাবা ও শটি) ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী কৃষি মেলা শুরু হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ মাঠে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা। ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে এ মেলা।

মেলা উদ্বোধন শেষে স্টলগুলো ঘুরে দেখেন ইউএনওসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পরে সংক্ষিপ্ত আলোচনায় উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একি মিত্র চাকমা। বক্তব্য দেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. সালাউদ্দিন।

মেলায় কৃষি প্রযুক্তি, বীজ, বিভিন্ন প্রজাতির চারা, জৈব সার ব্যবস্থাপনা সহ নানান প্রযুক্তির দশটি স্টল পদর্শনীতে রাখা হয়। উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকেরা এতে অংশগ্রহণ করেন।

ফম/এমএমএ/

আরাফাত আল-আমিন | ফোকাস মোহনা.কম