
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর-মাধাইয়া সড়কে প্রাণ গেলো পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী জুবায়ের আহমেদ শিহাবের (১১)।
বৃহস্পতিবার সকালে শিহাব সাইকেল যোগে রহিমানগর বাজারে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার শিকার হয়।
শিহাব গোহট উত্তর ইউনিয়নের তালতলী গ্রামের আকতার হোসেনের ছেলে। সে তালতলী গ্রামের মাতৃছায়া কিন্ডারগার্ডেনের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
স্থানীয় ইউপি সদস্য ওসমান গনি চৌধুরী পলাশ ও স্থানীয় কৃষক জানান, নাউলা গ্রামের হালিম পুলিশের বাড়ির সামনে সাইকেলে থাকা শিহাবকে দুর্ঘটনার কবলে পেলে অজ্ঞাত গাড়ীটি পালিয়ে যায়। ঘটনাস্থলে শিহাবকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত রহিমানগর বেসিক এইড এন্ড হসপিটালে নেয় স্থানীয়রা। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিহাবকে মৃত ঘোষণা করেন।
ঘাতক গাড়ীটি চিহ্নিত করা সম্ভব হয়নি বলে কচুয়া থানা অফিসার ইনচার্জ ইব্রাহীম খলিল বলেন, ঘটনাস্থলে পুলিশের উপ-পরিদর্শক সামছুজ্জামান ও ইউপি চেয়ারম্যান মো. কবির হোসেন ছুটে যান। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় শিহাবের মরদেহ হস্তান্তর করা হয়েছে।
শিহাবের মৃত্যুতে পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয় বাসিন্দা আবদুল কাদের পলাশ তার ব্যক্তিগত ফেসবুকে লিখেন ‘সিহাব এর যমজ ভাই সিফাত রহিমানগর একটি মাদ্রায় পড়ে। সাইকেলে চড়ে তার ভাইকে দেখতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনাটি ঘটে। সে বুধবার মাতৃছায়া কিন্ডারগার্টেন এর উদ্যোগে শিক্ষা সফরে কুমিল্লা কোটবাড়ি গিয়েছিলো। আজ সকালে সিহাব আর এই দুনিয়ায় বেঁচে নেই।’
ফম/এমএমএ/