
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া সুরমা বাস মালিক সমিতির পক্ষ থেকে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।
সোমবার (২০ মার্চ) সকালে কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মিলনয়াতনে বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়। কলেজের প্রভাষক ও আয়ন ব্যয়ন কর্মকর্তা শাহ মোহাম্মদ জাকির উল্লাহ শাহজুলীর সভাপতিত্বে বৃত্তি প্রদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কলেজের প্রভাষক মো.শাহাদাত হোসেন, শান্তি রঞ্জন, উত্তম সরকার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সুরমা বাস মালিক সমিতির সভাপতি মো.আলী আশ্রাফ ভূইঁয়া, সহ-সাধারন সম্পাদক হেলাল উদ্দিন প্রধান, সাংগঠনিক সম্পাদক সাদেক উল্লাহ মুন্সি,নির্বাহী সদস্য মো.শাহাদাত হোসেন।
আলোচনা শেষে ১৬জন দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মাঝে জনপ্রতি ৫ হাজার টাকা করে বৃত্তি প্রদান করা হয়।
ফম/এমএমএ/ইসমাইল/