কচুয়া পৌরসভার উপ-নির্বাচনে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন 

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া পৌরসভার ১ নং ওয়ার্ডে সাধারন কাউন্সিলর পদে  উপ-নির্বাচনে শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন চলছে।
মঙ্গলবার (২ অক্টোবর) সকাল ৮টা  থেকে  ১ নং ওয়ার্ডের বালিয়াতলী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে বিপুল সংখ্যক ভোটারের অংশগ্রহনের মধ্য দিয়ে শান্তিপূর্ন পরিবেশে পরিবেশে ভোট গ্রহন চলছে । ওই ওয়ার্ডে ২১ শত ৭৬ জন ভোটারের  বিপরীতে ৩ জন কাউন্সিলর প্রার্থী প্রতিদ্ধন্দিতা করছে। নির্বাচনে আইন শৃংখলার দায়িত্বে পর্যপ্ত পরিমান  পুলিশ, আনসার ,একজন জুডিশিয়াল ও ১জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
সকাল সাড়ে এগারটায়   জেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার  মোঃতোফায়েল হোসেন,উপজেলা নির্বাহী অফিসার নিবাহী অফিসার দীপায়ন দাস শুভ, সিনিয়র সহকারি পুলিশ সুপার আবুল কালাম চৌধুরী ,কচুয়া থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে দায়িত্ব পালন করছেন।
এ সংবাদ লেখা পর্যন্ত ৫৮% ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন বিষয়টি নিশ্চিত করেছেন প্রিজাইডিং কর্মকর্তা মাহবুব উল আলম বিষয়টি নিশ্চিত করেন।
ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম