কচুয়া (চাঁদপুর): জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেলের ৫৮তম জন্মদিন ও শেখ রাসেল দিবস ২০২১ উদযাপন উপলক্ষে কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী নিশ্চিন্তপুর ডিএস কামিল মাদ্রাসায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৯৬৪ সালের এই দিনে বঙ্গবন্ধুর স্মৃতি-বিজড়িত ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরে ‘বঙ্গবন্ধু ভবনে’ শেখ রাসেল জন্মগ্রহণ করেন।
সোমবার (১৯ অক্টোবর) সকালে মাদ্রাসার অধ্যক্ষ এএসএম ফখরুদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন,মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মো.মিজানুর রহমান,সহকারী অধ্যাপক মাওলানা, মো.দেলোয়ার হোসেন,বাংলা প্রভাষক আশ্রাফুল আলম,মহাদিস মাও.নুরুজ্জামান,মাও. মাহবুব আলম প্রমুখ। এসময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শেখ রাসেলসহ মাননীয় প্রধানমন্ত্রীর পরিবারের সকলের জন্য বিশেষ মোনাজাত করা হয়। পরে ছাত্রছাত্রীদের মাঝে শেখ রাসেলকে নিয়ে রচনা, চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
ফম/এমএমএ/