চাঁদপুর: চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেছেন ডাঃ রাজন কুমার দাশ।
বুধবার (২৩ ফেব্রুয়ারি) কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমাগত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে ফুল দিয়ে বরন করেন আবাসিক মেডিকেল অফিসার ডা. সোহেল রানা, মেডিকেল অফিসার ডাঃ সামিয়ান সাব্বির, ডাঃ মামুন সরকার।
এসময় প্রধান সহকারি মোঃ সাহাদাত, পরিসংখানবিদ দীপাংশু দত্ত, অফিস সহকারি লোকমান হোসেনসহ স্বাস্থ্য বিভাগের সকল কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ডাঃ রাজন এর পূর্বে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট সরকারি জেনারেল হাসপাতালে মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে কর্মরত ছিলেন। তার গ্রামের বাড়ী মতলব দক্ষিণ উপজেলার মেহেরন।
ফম/এমএমএ/