কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের পুর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
শনিবার বিকালে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন মিলনয়াতনে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কমিটি আহবায়ক আবু নাছের পাটওয়ারী (বাচ্চু) ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করেন।
নব-ঘোষিত কমিটির সভাপতি মো.জাকির হোসেন, সাধারন সম্পাদক ফারজানা আক্তার রত্না ও সাংগঠনিক সম্পাদক মো.আলাউদ্দিন।
মুক্তিযোদ্ধা সন্তান আব্দুল কাইয়ুমের পরিচালনায় এসময় বক্তব্য রাখেন,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার দেওয়ান সিরাজুল ইসলাম, ডেপুটি কমান্ডার আলহাজ¦ মো.জাবের মিয়া,বীর মুক্তিযোদ্ধা সালাউদ্দিন মানিক, আনোয়ার সিকদার,সানা উল্লাহ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য মো.সাইফুল ইসলাম সেন্টু, মতলব দক্ষিন উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদের আহবায়ক ফারুক আহমেদ বাদল, হাইমচর উপজেলা সভাপতি জিল্লুর রহমান জুয়েল,ফরিদগঞ্জ উপজেলার মশিউর রহমান মিঠু।
ফম/এমএমএ/