কচুয়া উপজেলা আওয়ামী লীগ সভাপতি পদ প্রত্যাশী স্বপনের কুশল বিনিময়

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলা আওয়ামী লীগের দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন আওয়ামী লীগ নেতা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি পদে প্রত্যাশী আলহাজ্ব ফয়েজ আহমেদ স্বপন।

শুক্রবার সকালে কচুয়া উপজেলার সাচার বাজার, কচুয়া বাজারস্থ পৌর কাউন্সিলর ও উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তরের নিজস্ব অফিসে আলোচনা শেষে বাজারে নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করেন। পরে তিনি উপজেলা বিভিন্ন স্থানে গিয়ে দলীয় নেতাকর্মীদের খোঁজ খবর কুশল বিনিময় ও পথসভা করেছেন।

পাথৈর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাধারন সম্পাদক ফারুকুল ইসলাম, বিতারা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহাগ খান, উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি কামাল হোসেন অন্তর, পৌর আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, যুবলীগ নেতা সোহাগ হোসেন, কচুয়া উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ফারুক হোসেন মোল্লা, বিতারা ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক ইসমাইল ভূঁইয়া, পালাখাল মডেল ইউনিয়ন আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান, সাবেক ইউপি সদস্য রাসেল আহমেদসহ দলীয় নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম