কচুয়া উত্তর ইউনিয়ন আ’লীগের বর্ধিত সভায় ১৩ চেয়ারম্যান প্রার্থীর নাম ঘোষণা

কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার ৬নং উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ নভেম্বর) সকালে তেতৈয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার মিলনায়তনে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল হক টগরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এম আখতার হোসাইন মজুমদারের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. একেএম আব্দুল মোতালেব।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা মেহেদী হাসান,কচুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ¦ আইয়ুব আলী পাটওয়ারী,সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি কামরুন্নাহার ভূইয়া,যুগ্ন-সাধারন সম্পাদক মো.মোতায়ের হোসেন দুলাল প্রধান,সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার,জিয়াউর রহমান হাতেম,দপ্তর সম্পাদক মো.দেলোয়ার হোসেন,সহ-দপ্তর সম্পাদক ও গোহট উত্তর ইউনিয়ন চেয়ারম্যান মো.কবির হোসেন মো.কবির হোসেন, সদস্য আবুল খায়ের মাস্টার,উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো.শাহ জালাল প্রধান জালাল, আওয়ামীলীগ নেতা বাবুল মজুমদার,আমির হোসেন প্রমূখ।

উক্ত বর্ধিত সভায় তৃনমূল থেকে আসন্ন ইউপি নির্বাচনে উত্তর কচুয়া ইউনিয়নে ১৩জন চেয়ারম্যান প্রার্থীর নাম আসে। তারা হচ্ছেন, কচুয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক রাকিবুল হাসান, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী জহিরুল হক টগর, সাধারন সম্পাদক এম আখতার হোসাইন মজুমদার, বর্তমান চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর,ইউনিয়ন মৎসলীগের সাধারন সম্পাদক মো.ফয়েজ উল্লাহ ফয়েজ, আওয়ামীলীগ নেতা মজিবুর রহমান, নাছির উদ্দিন,জসিম মোল্লা, ফারুক আহমেদ প্রধান,মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম মাস্টার,সফি উল্লাহ সফি,ফজলুল হক সরকার ও ফারুক মোল্লা ।

এসময় ইউনিয়ন আওয়ামী লীগ ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতাকর্মী সহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম