কচুয়ায় ৫ কেজি গাঁজাসহ মাদকব্যবসায়ী সাইফুল আটক

কচুয়া (চাঁদপুর): কচুয়া থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ মো: সাইফুল ইসলাম (৪৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

কচুয়া থানা সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানার এস.আই মো: আবু ফয়সাল সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের জগতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় গেইট সংলগ্ন এলাকায় চাঁদপুরগামী রিলাক্স বাসে তল্লাসী করে মো: সাইফুল ইসলামের সাথে থাকা ৫ কেজি ১শ গ্রাম গাঁজাসহ তাকে গ্রেফতার করা হয়।

মাদক ব্যবসায়ী মো: সাইফুল ইসলাম কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম পৌরসভার ৭নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ ইয়ার আহম্মেদের পুত্র।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন বলেন, এব্যাপারে কচুয়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নিয়মিত মামলা রজু করে মাদক ব্যবসায়ী মো: সাইফুল ইসলামকে কোর্টে সোপর্দ করার মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম