কচুয়া (চাঁদপুর): নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২ দিন ব্যাপী উপজেলা কৃষি উন্নয়ন মেলার উদ্বোধন হয়েছে।
বুধবার (২৩ নভেম্বর) সকালে কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ মিলানয়তনের মাঠে চাঁদপুর জেলা প্রশাসক মো. কামরুল হাসান এ মেলা ফিতাকেটে শুভ উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন, কচুয়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান, সহকারি কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সোফায়েল হোসেন, কচুয়া থানার (ওসি) মো. ইব্রাহিম খলিল, উপজেলা প্রকৌশলী আব্দুল আলীম লিটন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারন সম্পাদক সুজন পোদ্দার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব-উল-আলম প্রমুখ।
ফম/এমএমএ/ইসমাইল/