কচুয়ায় ১৭ কেজি গাজাঁ ও ফেন্সিডিলসহ ৫জন আটক

কচুয়ায় ১৭ কেজি গাঁজা ৫০ বোতল ফেন্সিডিলসহ ৫জনকে আটক।

কচুয়া (চাঁদপুর): কচুয়ায় ১৭ কেজি গাঁজা ৫০ বোতল ফেন্সিডিলসহ ৫জনকে আটক করছে পুলিশ।

বুধবার (১৩ এপ্রিল) চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া এলাকায় কচুয়া থানার এসআই মো.সুদীপ্ত শাহীন সঙ্গীয় র্ফোস নিয়ে বাস ও সিএনজিতে তল্লাসি চালিয়ে ১৭কেজি গাঁজা ৫০ বোতল ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, লক্ষীপুর উপজেলার কানচনি বাজার এলাকার নুর আলমের স্ত্রী জাহানারা বেগম, চৌদ্দগ্রাম উপজেলার বৌদ্দারখিল গ্রামের হারুন মিয়ার ছেলে মো.স্বপন, বরিশাল কাউনীয়া উপজেলার পলাশপুর গ্রামের মৃত ইউসুফ গাজীর ছেলে মিলন, একই গ্রামের কাঞ্চন খানের ছেলে রিপন খান, হাজীগঞ্জ উপজেলার কংগাইশ গ্রামের মমিন মিয়ার ছেলে মহসিন।

কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের খাজুরিয়া এলাকায় বাস ও সিএনজি তল্লাসি চালিয়ে গাঁজা ও ফেন্সিডিলসহ তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়েরর পর চাঁদপুরের বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম