কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় ১০ কেজি গাঁজাসহ দুই মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে থানার পুলিশ।
শনিবার ( ১৪ মে ) সকালে কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিনের নেতৃত্বে এসআই মামুনুর রশীদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক সড়কের খাজুলিয়া যাত্রী ছাউনী সামনে বোগদাদ পরিবহনের একটি বাস তল্লাশি করে গাঁজাসহ ২জনকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামী কুমিল্লা সদর দক্ষিন থানার লক্ষীপুর গ্রামের মোতাহার হোসেনের ছেলে রিপাতুল ইসলাম (১৯), ফিরোজপুর জেলা মটবাড়ীয়া থানার কচু বাড়ীয়া গ্রামের মৃত হাসেম আলীর ছেলে আল-আমিন হাওলাদার (৫৫)।
কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন ফোকাস মোহনাকে বলেন, গ্রেফতারকৃত দুই মাদকব্যবসায়ীর বিরুদ্ধে কচুয়া থানায় নিয়মিত মামলার রুজু করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
ফম/এমএমএ/