কচুয়ায় স্কুল ছাত্রকে হাত-পা বেধেঁ মারধরের অভিযোগ

কচুয়া : চাঁদপুরের কচুয়ার নন্দনপুর গ্রামে শত্রুতার জের ধরে স্কুল পড়ুয়া সাইদুল হাছান (১৪) নামের এক ছাত্রকে মারধর করা হয়েছে।

এ ঘটনায় হামলার শিকার সাইদুল হাছানের বাবা শাহজালাল বাদী হয়ে একই গ্রামের তিন যুবককে অভিযুক্ত করে বৃহস্পতিবার (২১ অক্টোবর) কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

জানা গেছে, বুধবার রাতে সাইদুল হাছানকে তার বাড়ীর সামনে থেকে বিভিন্ন ভাবে ফুসলিয়ে অভিযুক্তরা নন্দনপুর দ্বীনিয়া মাদ্রাসার পরিত্যক্ত একটি ঘরে নিয়ে হাত-পায়ে রসি বেধে মারধর করে। এসময় তার ডাক চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে হাত পা বাধা অবস্থায় উদ্ধার করে।

এ ঘটনায় হামলার শিকার স্কুল ছাত্র সাইদুল হাছানের পরিবার হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম