কচুয়ায় শীতবস্ত্র বিতরণ করলেন ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

কচুয়া (চাঁদপুর): কচুয়া শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।

সোমবার (১০ জানুয়ারি) উপজেলার রহিমানগর শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজ মাঠে, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের মাঠে ও গুলবাহার তাঁর নিজ বাড়িতে প্রায় ১ হাজার পিস কম্বল শীতার্তদের মাঝে বিতরণ করেন ।

বিতরণ কালে উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, পৌর আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেন সোহেল ভূঁইয়া, উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র নাজমুল আলম স্বপন, শেখ মুজিবুর রহমান ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ মনিরুজ্জান, নব-নির্বাচিত ইউপি চেয়ারম্যান আমির হোসেন, আলমগীর হোসেন, নূরে-ই- আলম রিহাত, চাঁদপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান রনওক আরা রত্না, সাবেক ভাইস চেয়ারম্যান সালমা শহিদ, উপজেলা যুবলীগের মহিলা সম্পাদিকা ফারহানা পারভীন, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এসএম জাকির হোসেন সবুজ প্রমূখ।

ফম/এমএমএ/

মো. ইউনুছ | ফোকাস মোহনা.কম