কচুয়ায় শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও মুক্তিযোদ্ধা সম্মননা

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় মুক্তিযোদ্ধা সম্মননা ও শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ মার্চ) সকালে উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে মুক্তিযোদ্ধা সম্মননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান শিশির।

এসোসিয়েশনের সভাপতি মানিক ভৌমিকের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো.আমির হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসান,সহকারি কমিশনার (ভূমি) মো.ইবনে আল জায়েদ হোসেন, সম্মাননা প্রাপ্ত উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন,ডেপুটি কমান্ডার আলহাজ¦ জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার।

এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান,উপজেলা শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়া রসূল,কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আব্দুল মান্নান,কিন্ডারগার্টেন এসোসিয়েশনের চাঁদপুর জেলা সভাপতি মো.ওমর ফারুক,কচুয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সুজন পোদ্দার ও এসোসিয়শনের শিক্ষা সচিব মো.আলমগীর চৌধুরীসহ উপজেলা বিভিন্ন কিন্ডার গার্টেনের শিক্ষক ও শিক্ষার্থী ও অভিভাবকগন উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম