কচুয়া (চাঁদপুর): স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও সাপ্তাহিক কচুয়া বার্তার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কচুয়ায় বীর মুক্তিযোদ্ধা ও গুণীজনদের সংবর্ধনা প্রদান করা হয়।
বুধবার (৯ মার্চ) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সাপ্তাহিক কচুয়া বার্তার ১৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি।
পত্রিকার প্রধান পৃষ্টপোষক শাহজাহান তালুকদারের সভাপতিত্বে ও সম্পাদক আলমগীর তালুকদারের সঞ্চলনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোতাছেম বিল্যাহ।
এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, কচুয়া থানার ওসি মো. মহিউদ্দিন, সংবর্ধিত অতিথি বীর মুক্তিযোদ্ধা জাবের মিয়া ও ইঞ্জিনিয়ার একেএম আব্দুল মোতালেব, সাংবাদিক আবুল হোসেন, শ্রেষ্ঠ অধ্যক্ষ মিজানুর রহমান, শ্রেষ্ঠ শিক্ষক শহীদ উল্লাহ পাটওয়ারী ও মোতাহের হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মানিক ভৌমিক, কচুয়া বার্তার বার্তা সম্পাদক মোহাম্মদ মহিউদ্দিন ও ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন।
উল্লেখ্য, সংবর্ধিত গুনীজনদের মধ্যে ছিল শিক্ষক, সাংবাদিক ও সমাজ সেবক। সংবর্ধনা ও আলোচনা শেষে অতিথিবৃন্দ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর কেকে কাঁটেন।
ফম/এমএমএ/