কচুয়ায় মাদকব্যবসায়ী গ্রেফতার

কচুয়া (চাঁদপুর):  চাঁদপুরের কচুয়ায় শরীফ হোসেন (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে ৫২ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।

গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রঘুনাথপুর থেকে ৩০ জানুয়ারী সোমবার রাতে কচুয়া থানার এসআই শাহীন ও হাবীবুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে শরীফ হোসেনকে গ্রেফতার করে। শরীফ হোসেন হাজীগঞ্জ উপজেলাধীন রান্ধুনীমুড়া গ্রামের লাল মিয়ার পুত্র।

কচুয়া থানার ওসি মো. ইব্রাহীম খলিল জানান, গ্রেফতারকৃত শরীফ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে কোর্টে সোপর্দ করার মধ্যদিয়ে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম