কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪ কেজি গাঁজা ও ৩৫ পিস ফেন্সিডিল বোতলসহ নারী ও এক যুবকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ।
রবিবার (১৪ নভেম্বর) কুমিল্লা-চাঁদপুর সড়কে কচুয়া ও জগতপুর নামক স্থানে কচুয়া থানার ওসি মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে যাত্রীবাহী রিলাক্স পরিবহনে অভিযান চালিয়ে এসআই দেলোয়ার নারী মাদক ব্যবসায়ী মিনু বেগম ও সফিকের দেহ তল্লাশি করে তাদের কাছ থেকে ১৪ কেজি গাঁজা ও ৩৫ পিস ফেন্সিডিল বোতল উদ্ধার করে।
নারী মাদক ব্যবসায়ী মিনু বেগম, কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মতিনের স্ত্রী ও আরেক মাদক ব্যবসায়ী সফিক গোপালগঞ্জের মৃত রুস্তম শেখের ছেলে।
এ ব্যাপারে কচুয়া থানার ওসি তদন্ত মো. ছানোয়ার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ১৪ কেজি গাঁজা ও ৩৫ পিস ফেন্সিডিল বোতলসহ নারী ও এক যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে কচুয়া থানায় মাদকের নিয়মিত মামলা দায়ের করে চাঁদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।
ফম/এমএমএ/