কচুয়ায় মাছ চাষের অজুহাতে ব্রীজের নিচে বাঁধ, সালিশ বৈঠকে সমাধান

কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার ৮নং কাদলা ইউনিয়নের মুরাদপুর গ্রামের তালুকদার বাড়ির উত্তর পাশে ব্রিজের নিচে ব্যক্তিগত বাঁধ দিয়ে পানি প্রবাহ আটকে দেওয়ার বিষয়টি ১২ সেপ্টেম্বর রবিবারে গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হলে স্থানীয় সালিশ বৈঠকের মাধ্যমে বিষয়টি সমাধান হয়েছে।

গত শুক্রবার বিকালে মুরাদপুর গ্রামের তালুকদার বাড়ীতে এলাকাবাসীর উপস্থিতে মুরাধপুর,দোঘর,আয়মা,তেগুরিয়া গ্রামের মাঠের পানি নিষ্কাশনের জন্য বাঁধ খুলে দেওয়া ও বিভিন্ন মামলা-হামলা দিয়ে হয়রানী বিষয়টি সমাধান হয়। ওই ওয়ার্ডের ইউপি সদস্য মো.আবুল হোসেন এর সভাপতিত্বে এসময় সাবেক ইউপি সদস্য মো.সুমন মিয়া,বিশিষ্ট সমাজ সেবক মো.এবায়েদ তালুকদার,দেলোয়ার তালুকদার,জাহাঙ্গীর আলম তালুকদারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

রফিকুল ইসলাম তালুকদার,হেলাল তালুকদার,এমরান তালুকদার,ইসমাইল তালুকদার জানান,মুরাদপুর গ্রামের তালুকদার বাড়ির উত্তর পাশে ব্রিজের নিচে ব্যক্তিগত বাঁধ দিয়ে পানি প্রবাহ আটকে দেয়া ও বিভিন্ন মামলা-হামলা দিয়ে হয়রানী বিষয়টি হানিফ তালুকদার সাথে সমাধান হয়েছে। ব্রিজের নিচে ব্যক্তিগত বাঁধ খুলে দিবে ও আমাদের বিরুদ্ধে হয়রানি মূলক মামলা উঠিয়ে নিবে বলে এলাকাবাসীর উপস্থিতের মাধ্যমে হানিফ তালুকদার স্বিকার করেন।
ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম