কচুয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত

কচুয়া (চাঁদপুর): ‘‘নিরাপদ জ্বালানি, ভোক্তাবান্ধব পৃথিবী’’ প্রতিপাদ্য সামনে রেখে কচুয়ায় বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে।

দিবসটি পালনকল্পে বুধবার (১৫ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ চত্বরে র‌্যালি শেষে পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. শাহজাহান শিশির। বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, সহকারি কমিশনার (ভূমি) ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার জাবের মিয়া, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সোফায়েল হোসেন, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আলমগীর তালুকদার, বীর মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন প্রমুখ।

উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসান বলেন,আসন্ন মাহে রমজানকে সামনে রেখে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং কার্যক্রম পরিচালনা করা হবে। এ ক্ষেত্রে জনসাধারণকে যেকোন অবৈধ মজুদদারী, অতিরিক্ত মূল্য আদায়, ভেজাল পণ্য বিক্রি সহ ভোক্তা অধিকার লঙ্ঘনের বিষয়ে উপজেলা প্রশাসনকে তথ্য দিয়ে আপনারা সহযোগীতা করবেন । বাজারের দোকান পাঠে মূল্য তালিকা টাঙানোর উপর গুরুত্ব আরোপ করেন।

ফম/এমএমএ/ 

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম