কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলায় ২০২১-২২ অর্থবছরে রোপা আমন প্রণোদনার আওতায় ১ হাজার জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
রবিবার (৩ জুলাই) সকালে পরিষদ প্রাঙ্গণে এ সার বীজ বিতরণ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান শিশির। এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোফায়েল হোসেন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম লিটন, কচুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি প্রাণধন দেব সহ উপসহকারী কৃষি কর্মকর্তাবৃন্দ।
এসময় কচুয়া পৌরসভাসহ উপজেলার ৭,৮,৯,১০, ১১ ও ১২ নং ইউনিয়নের ১হাজার জন প্রান্তিক কৃষকদের মাঝে এ প্রণোদনা হিসেবে প্রতিজন কৃষককে উফশী ধান বীজ ৫ কেজি, এমওপি ১০ কেজি এবং ডিএপি সার ১০ কেজি বিতরণ করা হয়।
ফম/এমএমএ/