কচুয়ায় বঙ্গবন্ধু জম্মদিন, গনহত্যা ও স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও শিশু দিবস, ২৫ মার্চ কালরাতের গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহাস স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ মার্চ ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনয়াতনে প্রস্ততি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো.শাহাজাহান শিশির।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সহকারি কমিশনার (ভূমি) মো.ইবনে আল জাহেদ হোসেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মাসুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ খান,ইউপি চেয়ারম্যান মো.আমির হোসেন, মো.আলমগীর হোসেন,পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক শিউলী বেগম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সনতোষ চন্দ্র সেন প্রমুখ।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা,সাংবাদিক ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। দিবসটি যথাযথ ভাবে উদযাপনের লক্ষ্যে সভায় বিভিন্ন উপ-কমিটি গঠন করা হয়।

ফম/এমএমএ/ইসমাইল/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম