কচুয়া (চাঁদপুর): “মান সম্মত প্রাথমিক শিক্ষা এ স্লোগানে কচুয়ায় জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ( ১৩ মার্চ) সকালে উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো.নাজমুল হাসানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা অফিসার এএইচএম শাহরিয়ার রসূলের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আব্দুল মবিন,ডেপুটি কমান্ডার জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আলমগীর তালুকদার,ইউআরসির ইন্সট্রাক্টর মো.জাকির হোসেন,সহকারি শিক্ষা অফিসার সুভাস চন্দ্র,মো.জামাল হোসেন,উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সনতোষ চন্দ্র সেন প্রমুখ। এসময় বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
ফম/এমএমএ/