কচুয়া (চাঁদপুর): কচুয়ায় পুকুর থেকে রাসেল হোসেন (৩৫) নামে এক রিক্সাচালকের ভাসমান লাশ উদ্ধার করেছে থানার পুলিশ। নিহত রাসেল হোসেন পাশবর্তী হাজীগঞ্জ উপজেলার মৈশামুড়া গ্রামের অসহায় ইউসুফের ছেলে।
শুক্রবার (৩ ডিসেম্বর) সকালে উপজেলার গোহট দক্ষিণ ইউনিয়নের চাপাতলী প্রধানীয়া বাড়ির পাশে একটি পুকুর থেকে রিক্সাচালক যুবকের মরদেহ ও তার রিক্সাটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, রাস্তার সাথে পুকুরে রাসেলের ভাসমান মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ এসে পানি থেকে মরদেহ ও মোটর রিক্সাটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আরো জানান, সে দীর্ঘদিন যাবৎ তার স্ত্রীসহ কচুয়া উপজেলার বলরা গ্রামের জয়নাল আবেদীন বাড়ীতে ভারাটিয়া থাকতো।
নিহতের বাবা ইউসুফ আলী জানান,আমার ছেলে রাসেল হোসেন মৃগী রোগে দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। তবে আমার জানামতে তার কার সাথে কোনো শত্রুতা ছিলো না। রাসেল অসুস্থতা নিয়ে পরিবারের চিন্তা করে রিক্সা চালাতেন।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মহিউদ্দিন জানান, রাসেল হোসেনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
ফম/এমএমএ/