কচুয়ায় পালাখাল ইসলামী এজেন্ট ব্যাংকে চুরি

 কচুয়ার পালাখালে ইসলামী এজেন্ট ব্যাংকে চুৃরির ঘটনার তদন্ত করছে পুলিশ। পাশে ব্যাংকের কাঁটা জানালা।

কচুয়া (চাঁদপুর): কচুয়ায় ইসলামী এজেন্ট ব্যাংক পালাখাল বাজার শাখায় দুর্ধর্ষ চুরি সংগঠিত হয়েছে। মঙ্গলবার রাতে ব্যাংকের গ্রীল কেঁটে চোরের দল ভিতরে প্রবেশ করে সিসি ক্যামেরা বিনষ্ট করে ভোল্টে থাকা নগদ ৭ লক্ষ্য ৫৩ হাজার ৭শ ৭৬ টাকা চুরি করে নিয়ে যায় বলে দাবী করছেন, ব্যাংক ইনচার্জ সিফাত উল্লাহ।

আজ বুধবার (২ মার্চ) সকালে খবর পেয়ে কচুয়া থানার ওসি মো.মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি জানান,চুরির রহস্য উদঘাটনে চাঁদপুরের পিবিই, সিআইডি ও ডিবি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ ও জিজ্ঞাসাবাদ করেছে ব্যাংকের ইনচার্জ সিফাত উল্লাহসহ অন্যন্য কর্মকর্তা ও কর্মচারীদেরকে ।

ফম/এমএমএ/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম