
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার ৩নং বিতারা ইউনিয়নের বিতারা গ্রামে পানিতে ডুবে নুসরাত আক্তার (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে বিতারা গ্রামের খলিফা বাড়িতে এই ঘটনা ঘটে।
মৃত শিশু নুসরাত আক্তার বিতারা গ্রামের খলিফা বাড়ির মোঃ সবুজের মেয়ে।
নুসরাতের মা কুলছুমা বেগম জানান, নুসরাতকে দেখতে না পেয়ে অনেক খোঁজাখুজি করতে লাগে। পরে স্থানীয় এক লোক বাড়ির পুকুরে তার লাশ ভেসে উঠতে দেখে । পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে।
স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা নুসরাতকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
নুসরাতের মৃত্যুতে বিতারা গ্রামে শোকের ছায়া নেমে আসে।
ফম/এমএমএ/