কচুয়া (চাঁদপুর): কচুয়ায় নানার বাড়ীতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে আরফান হোসেন নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) সকালে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত: আরফান হোসেন কুমিল্লার চান্দিনা উপজেলার বড় গোবিন্দপুর গ্রামের রবিন মিয়ার ছেলে।
শিশুটির মা আমেনা বেগম জানান, আরফান বাড়ীর অন্যন্য শিশুদের সাথে খেলতে গিয়ে সকলের অজান্তে পাশবর্তী একটি পুকুরে পড়ে যায়। খোঁজা খোঁজির এক পর্যায়ে তার লাশ স্থানীয়রা ভাসমান অবস্থায় দেখতে পেয়ে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ফম/এমএমএ/