কচুয়ায় পাথৈর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মনির হোসেন

কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার পাথৈর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবাল (৩১ জানুয়ারি) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান আলী আক্কাছ মোল্লার সভাপতিত্বে নির্বাচন অনুষ্ঠিত হয়।

ইউপি সচিব সাগরের পরিচালনায় সর্বসম্মতিক্রমে ৩নং ওয়ার্ডের সদস্য গবরখোলা গ্রামের অধিবাসী ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মনির হোসেন ১নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়। ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি চাঁন মিয়া, ২নং প্যানেল চেয়ারম্যান ও সংরক্ষিত ১নং ওয়ার্ডের সদস্য মোর্শেদা বেগম ৩নং প্যানেল চেয়ারম্যান নির্বাচিত হয়।

এসময় সকল ইউপি সদস্যগন সভায় উপস্থিত ছিলেন।

ফম/এমএমএ/ইসমাইল/

ইসমাইল হোসেন বিপ্লব | ফোকাস মোহনা.কম