
কচুয়া (চাঁদপুর): কচুয়া বাজারস্থ করিম উদ্দিন প্লাজার পপুলার লাইফ ইন্সুরেন্স আলবারাকাহ ইসলামী বীমা আয়োজনে সম্মানিত বীমা গ্রাহকের মেয়াদপূর্তি ও মৃত্যুদাবীর চেক হস্তান্তর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরের কচুয়া শাখা পপুলার লাইফ ইন্সুরেন্স কার্যালয়ে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পপুলার লাইফ ইন্সুরেন্স আল বারাকাহ ইসলামী বীমা প্রকল্পের যুগ্ম নির্বাহী সম্পাদক মো.সোলাইমান মিয়াজীর সভাপতিত্বে ও সুপার ভাইজার মো.নজরুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন,সুপার ভাইজার সৈকত আলী,মো.শাহ আলম,মো.জহিরুল ইসলাম প্রমুখ।
এ সময় পপুলার লাইফ ইন্সুরেন্স কোম্পানি আল বারাকাহ ইসলামী বীমার মাঠ পর্যায় কর্মী ও গ্রাহকসহ এলাকার গন্যমান্য বক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/