
কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলার ১১নং গোহট দক্ষিন ইউনিয়নের নাউপুরা গ্রামের এক নীরিহ হারুনের রশিদের জমির উপরে জোর করে মাটি ভরাটের চেষ্টার অভিযোগ উঠছে, একই গ্রামের মৃত আব্দুর রবের ছেলে তৌহিদুল ইসলাম রিপনের বিরুদ্ধে।
স্থানীয়রা জানান,নাউপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে রাস্তার সাথে চাপাতলী মৌজার ৩৭৯ খতিয়ানের ৩৯৬ সাবেক দাগের বর্তমানে ৮১৯ এর সাড়ে ৩৪ শতাংশ ক্রয়ক্রীত জমি ভোগ দখলে আছেন হারুনুর রশিদ। গত মঙ্গলবার সকালে একই বাড়ীর তৌহিদুল ইসলাম রিপন তার জমি দাবী করে ট্রাক দিয়ে মাটি ভরাট শুরু করেন তার জমিনের উপরে। পরে খবর পেয়ে হারুনুর রশিদের পরিবার লোকজন এসে বাধা প্রদান করেন।
নিরীহ হারুনুর রশিদ জানান, নাউপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পূর্বপাশে রাস্তার সাথে আমার নিজস্ব সাড়ে ৩৪ শতাংশের জমিনের কিছু অংশ তৌহিদুল ইসলাম রিপন তার জমি দাবী করে লোকজনকে নিয়ে মাটি ভরাট শুরু করেন। পরে আমার পরিবারের লোকজন বাধা প্রধান করলে তাদেরকে বিভিন্ন ভাবে হুমকি ধমকি দেন তৌহিদুল ইসলাম রিপন।
অভিযুক্ত তৌহিদুল ইসলাম রিপন বলেন, আমি রাস্তার পাশে নিজস্ব জায়গায় দোকান নির্মান কাজ করছি। যেখানে মাটি দিয়ে ভরাট শুরু করছি ঐ খানে হারুনের রশিদ আমার নিজস্ব জমির কিছু অংশ দখল আছেন। আমি জমিনের বিষয়টি সমাধান করতে চাইলে হারুনের রশিদ সমাধানে আসেনি।
ফম/এমএমএ/