কচুয়ায় দোয়া ইউনুসের খতম অনুষ্ঠান

কচুয়া (চাঁদপুর): চাঁদপুরস্থ কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের কাদলা সুফি ছদরউদ্দিন সিনিয়র ফাজিল মাদ্রাসায় ৪র্থ তম খতমে ইউনুসের অনুষ্ঠান পালন করা হয়েছে।

মাদরাসার গভর্নিংবডির সভাপতি মাওলানা মমিুনুল হকের সভাপতিত্বে ও মোঃ মোশারফ মাস্টারের পরিচালনায় উপজেলার প্রায় ১ শতাধিক আলেম, মুফতি, মসজিদের ইমাম ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে এই খতমে ইউনুস অনুষ্ঠান পালন করা হয়।

কাদলা ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা হাজী ইউসুফ ও সিনিয়র শিক্ষক আমিনুল ইসলাম আজহারীর উপস্থিতিতে খতমে ইউনুস অনুষ্ঠানের দোয়া ও মুনাজাত পরিচালনা করেন, চাঁদপুর জেলা জমিয়াতে হিজবুল্লাহর সভাপিত মাওলানা হাজী সাইফুদ্দিন খন্দকার।

ফম/এমএমএ/

মো. মহসিন হোসাইন | ফোকাস মোহনা.কম