কচুয়া (চাঁদপুর): পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিত হচ্ছে কচুয়া উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের ইউপি নির্বাচন।
এই উপলক্ষে বুধবার (৮ ডিসেম্বর) সকালে ৫নং পশ্চিম সহদেবপুর ইউনিয়নে সাবেক ইউপি চেয়ারম্যান বর্তমান চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মো.সামছুদ্দিন মুন্সি মনোনয়ন ফরম সংগ্রহ করেন এবং বিতারা ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইসমাইল ভূঁইয়া কর্মীসমর্থকদের নিয়ে দায়িত্বপ্রাপ্ত অফিসার কাছে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
অন্যদিকে একই দিনে উৎসব মুখর পরিবেশে ৮নং কাদলা ইউনিয়নের ৭নং ওয়ার্র্ডের বর্তমান ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো.ওবায়েদ মিয়া,কাদলা ইউনিয়ন যুবলীগের আহবায়ক কমিটির সদস্য ও ১নং ওয়ার্ডের ইউপি সদস্য পদে মো.দুলাল হোসেন তালুকাদর এবং ৭নং সদর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ইউপি প্রার্থী ও উপজেলা মৎসজীবী লীগের সাবেক সাধারন সম্পাদক মো.দুলাল তালুকদার মনোনয়নপত্র জমা দেন। পরে প্রার্থীরা পৃথক ভাবে তাদের প্রতিক্রীয়ায় বিজয়ের আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের সহযোাগীতা চান।
ফম/এমএমএ/