কচুয়া: কচুয়া উপজেলার তুলপাই-দারাশাহী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচনে আলহাজ্ব মো. আইয়ুব আলী পাটওয়ারী ৬ ষষ্ঠ বারের মতো সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।
এ উপলক্ষে মঙ্গলবার (৩০ নভেম্বর) উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত সদস্যদের ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি পদে আলহাজ্ব মো. আইয়ুব আলী পাটওয়ারী সাথে কোনো প্রার্থী না থাকায় সকল অভিভাবক সদস্য ও শিক্ষক প্রতিনিধিদের মাধ্যমে বীনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন। আইয়ুব আলী পাটওয়ারী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পালাখাল রোস্তম আলী ডিগ্রি কলেজের সভাপতি পদে দায়িত্ব পালন করে আসছেন।
এসময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলী আশ্রাফ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মো. গোলাম সাদেক, অভিভাবক সদস্য মো. ইসমাইল হোসেন,মো. আরিফ হোসেন,বিশ্বনাথ,মো. তাজুল ইসলাম মেম্বার, ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মো. মোস্তফা কামালসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/শাপ/