
কচুয়া (চাঁদপুর): কচুয়ায় পল্লী বিদুৎ সমিতি -১ এর উদ্যোগে কচুয়া জোনাল অফিসের আয়োজনে পল্লী বিদুৎ এর গ্রাহক সেবা নিশ্চিত করণ, গ্রাহক সচেতনতা বৃদ্ধি ও গ্রাহকদের সমস্যা সমাধানের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৩ মার্চ) সকালে উপজেলার ২নং পাথৈর ইউনিয়ন পরিষদের সামনে উঠান বৈঠকের আয়োজন করা হয়।
ইউপি চেয়ারম্যান মো.আলী আক্কাস মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর,পল্লী বিদুৎ সমিতি-১ এর চেয়ারম্যান মো.তৌহিদুল ইসলাম খোকা।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জেনারেল ম্যানেজার আতিকুজ্জামান চৌধুরী, কচুয়া পল্লী বিদ্যুৎ সমিতির-১ জোনাল অফিসের ডিজিএম মোঃ বেলায়েত হোসেন,উপজেলা আওয়ামী লীগের সদস্য আহসান হাবীব পাঞ্জল, পল্লী বিদ্যুৎ সমিতির এলাকার পরিচালক নুরুন নবী রবিন, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আলাউদ্দিন লিটন, সাধারণ সম্পাদক ফারুক হোসেন, ইউপি সদস্য চাঁন মিয়া ও শাহজাহান মোল্লাসহ ওই এলাকার পল্লী বিদ্যুৎ সমিতি গ্রাহক এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/