চাঁদপুর : চাঁদপুরের কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে তানজিনা আক্তার সাথী (২৪) নামে গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। রবিবার (১৩ মার্চ) বেলা ১১টার দিকে ওই ইউনিয়নের নাউলা গ্রামে এ ঘটনা ঘটে।
গৃহবধূ তানজিনা আক্তাররের স্বামীর পরিবারের লোকজন তানজিনা বিষপানে আত্মহত্যা করেছে দাবি করলেও পিতার পরিবারের লোকজন তাঁকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ এনেছেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ফয়সাল ও ননদ সালমাকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।
তানজিনার স্বামী ফয়সাল জানান, তানজিনা সকাল সাড়ে ১১টার দিকে বিষপান করেন। বিষপানের বিষয়টি টের পেয়ে তাঁকে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎস্যক মৃত ঘোষণা করেন।
অপরদিকে নিহত তানজিনার মা পেয়ারা বেগম ও বোন মর্জিনা বেগম জানান, ফয়সাল জনৈক নারীর সঙ্গে পরকিয়া সম্পর্কে জড়িয়েছে। এ নিয়ে ওই পরিবারে দীর্ঘদিন ধরে আন্তকলহ চলছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তাঁরা।
কচুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. ছানোয়ার হোসেন জানান, জিজ্ঞাসাবাদের জন্য স্বামী ফয়সাল ও ননদ সালমা আক্তারকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
ফম/এমএমএ/