কচুয়া (চাঁদপুর): কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী কাদলা এস.এস ফাজিল ডিগ্রি মাদরাসা গভর্নিং বডির পরিচিতি ও প্রথম অধিবেশন সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ মার্চ) মাদরাসা মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়।
মাদরাসা গভর্নিং বডির নব-নির্বাচিত সভাপতি আবুল ফারুক মোহাম্মদ আমিনুল হকের সভাপতিত্বে ও সদস্য সচিব মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা গাজী ইউসুফ এর সঞ্চলনায় বক্তব্য রাখেন, মাদরাসা গভর্নিং বডির প্রতিষ্ঠাতা সদস্য মোস্তাফিজুর রহমান তপাদার, দাতা সদস্য মাওলানা মো জসিম উদ্দিন সরকার, বিদ্যোৎসাহী সদস্য ও সহ-সভাপতি আবু বকর তপাদার, কাদলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. আবুল হাছানাত ফরহাদ, সমাজ সেবক মো. শাহ জালাল প্রধান, অভিভাবক সদস্য ইউসুফ গাজী, খলিলুর রহমান তপাদার, জাহাঙ্গীর আলম সর্দার, শিক্ষক প্রতিনিধি মো. কামাল হোসেন, হামিদুল হক ও মো.খাজা আহমদ প্রমুখ।
এসময় মাদরাসা গভর্নিং বডির সাবেক সেক্রেটারী খায়রুল আবেদিন স্বপন, উপজেলা আওয়া যুবলীগের সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আব্দুল হাই, মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাও. সালেহ আহমদ, সমাজসেবক শাহ ইলিয়াছ, মোশারেফ হোসেন, মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আবু তাহেরসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা ও এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভার শুরুতে নবনির্বাচিত গভর্নিং বডির সভাপতিসহ অন্যান্য সদস্যবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মাদারাসা গভর্নিং বডির সভাপতি নির্বাচিত করায় কচুয়া উন্নয়নের রূপকার সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন আবুল ফারুক মোহাম্মদ আমিনুল হক।
ফম/এমএমএ/