কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় জমিজমা বিরোধের জের নিয়ে ব্যাংকার মো.আব্দুর রবকে মারধর করে রক্তাক্ত জখম করার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের ঘাগড়া বাজারে এই ঘটনা ঘটে। মারধরের ঘটনায় ওই ব্যাংকার বাদী হয়ে কচুয়া থানায় একটি লিখিত এজহার দায়ের করেন।
এজহার সূত্রে জানাগেছে,ওই গ্রামের মিয়াজী বাড়ীর জিয়াউল হকের সাথে একই বাড়ির বাদীর বাবা হারুনুর রশিদের সাথে জমিজমা নিয়ে র্দীঘদিন ধরে বিরোধ চলে আসছে। ওই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে বাদী আব্দুর রব কর্মস্থলে যাওয়ার উদ্দ্যেশে রওনা হয়ে ঘাগড়া বাজাওে আসলে ওই গ্রামের মৃত আব্দুল মালেক মুক্তারের ছেলে দলিল লেখক মো.মাসুদ মিয়াজী আব্দুর রবের গতিরোধ করে এলোপাথাড়ি ভাবে মারধর করে। মারধরে আব্দুর রবের ঠোঁট তেথলিয়ে দাঁত ভেঙ্গে রক্তাক্ত জখম হয়। আশেপাশের লোকজন এসে আব্দুর রবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমেপ্লেক্সে ভর্তি করান ও পরবর্তীতে উন্নত চিকিৎসা করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।
অভিযোগকারী আব্দুর রব বলেন, জমিজমা নিয়ে আমাদের বাড়ীর জিয়াউল হকের সাথে বিরোধ রয়েছে। কিন্ত দলিল লেখক মাসুদের সাথে কোনো বিরোধ নেই,সে একজন নেশাগ্রস্থ। ২২ ফেব্রুয়ারি সোমবার সকাল বেলা মাসুদ নেশা করে এসে আমাকে এলোপাথাড়ি ভাবে মারধর করে রক্তাক্ত জখম করেন। তার অত্যাচারে এলাকাবাসী আতস্কে থাকছে। আমি পুলিশ প্রশাসনের কাছে তার সঠিব বিচার চাই।
বিবাদী মাসুদ মিয়াজী বলেন, আ: রবের সাথে আমার কোন পূর্বের বিরোধ নেই। ওই দিন ঘাগড়া বাজারে আসলে আ: রব আমার সাথে কথা বলে, একপর্যায়ে তার সাথে তর্কেবির্তকে জড়িয়ে পড়লে দু‘জনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
কচুয়া থানার অফিসার ইনচার্জ মো.ইব্রাহিম বলেন,ঘাগড়া মারধরের ঘটনায় অভিযোগ পেয়েছি,তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
ফম/এমএমএ/