কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও বর্তমানে সিনিয়র লেকচারার (সহকারি পরিচালক) ম্যাটস,কুমিল্লা ডাঃ সালাহ্ উদ্দিন মাহমুদকে বিদায় সংবর্ধনা দেন স্বাস্থ্য কমপ্লেক্সের সকল কর্মরত চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
রবিবার (২৭ মার্চ) দুপুরে কমপ্লেক্সের হলরুমে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রাজন কুমার দাসের সভাপতিত্বে ও মেডিকেল অফিসার ডাঃ আফসানা রাশমিন রুহীর সঞ্চালনায় বক্তব্য দেন বিদায়ী স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ সালাহ্ উদ্দিন মাহমুদ।
এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য দেন, আবাসিক মেডিকেল কর্মকর্তা ডাঃ সোহেল রানা, সিএইচসিপি ডাঃ ফেরদৌসি আক্তার মুক্তা, সিনিয়র স্টাফ নার্স বাসন্তি রানী দেবনাথ, স্বাস্থ্য পরিদর্শক (ইনর্চাজ) ব্রজ গোপাল পোদ্দার, স্বাস্থ্য সহকারী গোলাম কিবরিয়া, সিএইচসিপি ইকবাল হোসেন, হারবাল এসিসটেন্ট ছালামত হোসেন, প্রধান সহকারী শাহাদাত হোসেন খাঁন, সিনিয়র স্টাফ নার্স তাসনীমা, ইমারজেন্সী মেডিকেল কর্মকর্তা ডাঃ নাঈমা আকতার, মেডিকেল কর্মকর্তা (রোগ নিয়ন্ত্রণ) ডাঃ সামিয়ান সাবির প্রমুখ।
বিদায়ী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সালাহ্ উদ্দিন মাহমুদ বক্তব্য দিতে গিয়ে আবেগ আল্পুত হয়ে পড়েন।
এসময় তিনি বলেন, অফিস প্রধানের দ্বায়িত্বে থেকে সবার মনজয় করে চলা হয়তো সম্ভব হয়নি। প্রতিষ্ঠানের স্বার্থে অনেক সিদ্ধান্ত নিতে হয়। এবং নিয়েছি। আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন, সত্যিই আমি অভিভূত। আমার জন্য সবাই দোয়া করবেন। পাশাপাশি আপনাদের হাত ধরে এই হাসপাতালের স্বাস্থ্য সেবার মান উত্তরোত্তর বৃদ্ধি পাবে, স্বাস্থ্য সেবায় এই হাসপাতাল সারা দেশে অনন্য নজির স্থাপন করবে এই কামনা করি।
ফম/এমএমএ/