কচুয়ায় ইয়াবাসহ মা-ছেলে আটক

কচুয়া (চাঁদপুর) : চাঁদপুরের কচুয়ায় ইয়াবাসহ মা-ছেলেকে আটক করা হয়েছে। বুধবার মধ্য রাতে গোপন সংবাদ ভিত্তিতে কচুয়া পৌরসভাধীন কড়ইয়া গ্রাম থেকে তাদের আটক করেন কচুয়া থানা পুলিশ।

আটককৃতরা হলেন, ওই গ্রামের পরানগাজী বাড়ীর আমিন গাজীর স্ত্রী মরিয়ম বেগম (৬০) ও তার ছেলে মাসুদ রানা (২৮)।

কচুয়া থানার এসআই মো.মামুন রশিদ সরকার জানান,কচুয়া থানার ওসি মহিউদ্দিনের নির্দেশে বুধবার রাত ৩টায় মরিয়ম বেগমের গৃহ তল্লাশী করে ২৫০পিচ ইয়াবাসহ মা-ছেলেকে গ্রেফতার করা হয়।

কচুয়া থানার ওসি মো.মহিউদ্দিন জানান, আটকৃদের বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে এবং তাদের আদালতে মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

ফম/এমএমএ/

উপজেলা করেসপন্ডেন্ট | ফোকাস মোহনা.কম