কচুয়া (চাঁদপুর): ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন,জেন্ডার বৈষম্য করবে নিরসন এই স্লোগানে চাঁদপুরের কচুয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
বুধবার (৮ মার্চ) উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার মো. ইবনে আল জায়েদ হোসেনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা অফিসার নাহিদ ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা মুক্তিযোদ্ধ সংসদের সাবেক ডেপুটি কমান্ডার জাবের মিয়া,কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মৃণালিনী কর্মকার, বীর মুক্তিযোদ্ধা সনতোষ চন্দ্র সেন প্রমুখ।
পরে কিশোর-কিশোরী ক্লাবের শিক্ষার্থীদের মাঝে সদনপত্র বিতরন করেন অতিথিবৃন্দ। এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা,সাংবাদিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ফম/এমএমএ/ইসমাইল/