কচুয়া (চাঁদপুর): চাঁদপুরের কচুয়ায় তালতলী গ্রামে সোমবার (৩১ জানুয়ারি) মধ্য রাতে ভয়াবহ এক অগ্নিকাণ্ডে ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে।
এতে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে আগুনে কেউ হতাহত হয়নি।
পুড়ে যাওয়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো হচ্ছে- ডা. আবুল বাসার ওষুধের দোকান, আব্দুল আউয়াল হোসেনের মুদি ও গোডাউন, নিখিল চন্দ্রের সেলুন এবং জাহাঙ্গীর আলমের চায়ের দোকান।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সোমবার রাত আনুমানিক ৩টার দিকে তালতলী ইউনিয়ন পরিষদসংলগ্ন মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের লেলিহান চারদিকে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী ও ফায়ার সার্ভিস ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ওই মার্কেটের ৫ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে যায়। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে সেটি এখন পর্যন্ত জানা যায়নি।
ফম/এমএমএ/